বিয়ে সম্পর্কে সহিহ হাদিস

النبي ﷺ قال:"يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ."

নবী ﷺ বলেছেন:"হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কেননা এটি দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে (ব্যভিচার থেকে) রক্ষা করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোযা রাখে, কেননা রোযা তার জন্য যৌন বাসনা দমনকারী।"

সহিহ বুখারী (5066), সহিহ মুসলিম (1400)

النبي ﷺ قال:"إِذَا جَاءَكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ، إِلا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ."

নবী ﷺ বলেছেন:"যখন তোমাদের নিকট এমন কোনো পাত্র বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার চরিত্র ও দ্বীনদারিতে তোমরা সন্তুষ্ট; তবে তোমরা তার বিয়ের ব্যবস্থা করে দাও। যদি তোমরা তা না করো, তবে তা পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবে এবং ব্যাপক বিশৃঙ্খলার কারণ হবে।"

তিরমিজি (1084), ইবনে মাজাহ (1967)

النبي ﷺ قال:"إِذَا تَزَوَّجَ العَبْدُ فَقَدْ اسْتَكْمَلَ نِصْفَ الدِّينِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي."

নবী ﷺ বলেছেন:"যখন কেউ বিয়ে করে, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল। তাই বাকি অর্ধেকে সে আল্লাহকে ভয় করুক।"

সহিহ বাইহাকি (শু'আবুল ঈমান: 5486)

النبي ﷺ قال:"لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ."

নবী ﷺ বলেছেন:"কোনও বিধবা মহিলাকে তার মতামত ছাড়া বিয়ে দেওয়া যাবে না এবং কোনও কুমারী মেয়ের সম্মতি ছাড়া বিয়ে সম্পন্ন করা যাবে না।"

সহিহ বুখারী (৬৯৬৮), সহিহ মুসলিম (১৪১৯)

النبي ﷺ قال:"إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً."

নবী ﷺ বলেছেন:"সর্বোত্তম দেনমোহর হল যা সবচেয়ে সহজ এবং কম পরিমাণে নির্ধারণ করা হয়।"

সহিহ আবু দাউদ (২১১৭)

النبي ﷺ قال:"إِنَّ مِنْ بَرَكَةِ النِّكَاحِ إِيْسَارُهُ."

নবী ﷺ বলেছেন:"সবচেয়ে বরকতময় বিয়ে হল, যেখানে খরচ সবচেয়ে কম হয়।"

সহিহ ইবনু মাজাহ (১৮৫৮)

النبي ﷺ قال:"خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي."

নবী ﷺ বলেছেন:"তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে।"

সহিহ তিরমিজি (৩৮৯৫)

النبي ﷺ قال:"تُنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها، فاظفر بذات الدين تربت يداك."

নবী ﷺ বলেছেন:"নারিকে চারটি কারণে বিয়ে করা হয়: তার ধন, বংশ, সৌন্দর্য এবং দ্বীন। তবে দ্বীনদার নারীকে নির্বাচন কর, তাহলে তুমি সফল হবে।"

(সহীহ বুখারী ৫০৯০, সহীহ মুসলিম ১৪৬৬)